Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

সুন্দরম

Icon

মোশাররফ শরিফ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হে ঈশ্বর সব সুন্দর আমায় ঘিরে থাক।

পূতি-পুঁজ জঞ্জাল, বিরতি বিচ্ছেদ নিয়তি

যন্ত্রের যন্ত্রণা যা আমায় কেবলই প্রশ্ন করে

কোথা থেকে এলে? আমি অপরাধীর মতো বলি

এ আমি নই, আমার অচেনা কেউ সারাক্ষণ

ভাঙা-গড়া আর জোয়ার-ভাটা খেলে।

মাঝরাতে করোটির কড়া নেড়ে নেড়ে

ঘুম ভেঙে দিয়ে উদাসীন আলসেমি,

ইতিউতি বিলিকাটে, মিটিমিটি হাসে।

জানালার ফাঁকে আজানের ধ্বনি শুনি,

প্রসবিত শিশুর ক্রন্দনে উৎসবে

আদমের পদচিহ্নে ক্ষয়িষ্ণু পৃথিবী।

ভূমধ্যসাগরের তীরে মৃত্যু উপত্যকা

গাজার হাজার বছরের শোকগাথা,

অন্ন-বস্ত্র-বাসস্থানহীন ফিলিস্তিন।

ক্ষুধার্ত শিশুর কান্না, সন্তানহারা মা

বিধবার চিৎকার উত্তরে দক্ষিণে

হে ঈশ্বর উত্তপ্ত মরুর বুকে গড়ো

সুদূরের সুন্দরের পথ পরিক্রমা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম