Logo
Logo
×

খবর

নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মান্নানের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দলটির একাংশ। রোববার দুপুরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে কয়েকশ নেতাকর্মী ও সমর্থক এসব কর্মসূচিতে অংশ নেন। সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে পৌর বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মাঈনুদ্দিন মাঈনু, জেলা বিএনপির সদস্য হযরত আলী, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি ইকবাল মোল্লা, ছাত্রদল নেতা রাজুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত তাপস অনুসারী নেতাকর্মীরা।

নেতাকর্মীদের অভিযোগ, কাজী নাজমুল হোসেন তাপন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এখানে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বাবা প্রয়াত কাজী আনোয়ার হোসেনও এই আসনের চার বারের সাবেক সংসদ সদস্য ছিলেন। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই দাবি ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়া হোক। অন্যথায় এই আসনে বিএনপিকে বিজয়ী করা কঠিন হয়ে পড়বে। ২০০১-২০২৩ সাল পর্যন্ত বিএনপির মনোনীত প্রার্থী এমএ মান্নান মাঠে ছিলেন না। মনোনয়ন পাওয়া আব্দুল মান্নান গত সব জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিরোধিতা করছেন। এর আগে ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে দলীয় প্রার্থী হিসাবে অ্যাডভোকেট এমএ মান্নানের নাম প্রকাশ করা হয়। ওই ঘোষণার পর থেকেই কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীদের মাঝে অসন্তোষ দেখা দেয় এবং তারই ধারাবাহিকতায় ওই কর্মসূচি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম