ফের অপকর্মে ডাকাত ফারুক
কানাইঘাটে ঘরে ঢুকে খুন ১০ লাখ টাকা লুট
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের কানাইঘাটে ঘরে ঢুকে আব্দুল হান্নান হানাই (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। লুট করেছে জমি বিক্রির ১০ লাখ টাকা। রোববার ভোরে এ হত্যাকাণ্ড ঘটে। হানাই ১নং লক্ষ্মীপ্রাসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের বাসিন্দা।
জানা যায়, পার্শ্ববর্তী ডাউকেরগুল গ্রামের ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জনের ডাকাত দল হানাইয়ের ঘরে ঢুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করে। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যে হানাইকে হত্যা করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
নিতের স্ত্রী শিল্পী বেগমের অভিযোগ, ছেলে শাহরিয়ার আহমদকে প্রবাসে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করে ১০ লাখ টাকা ঘরে রাখেন তার স্বামী। ফারুক ও তার ভাই মঈন উদ্দিন ও তাদের সহযোগী ৭-৮ জন হানাইকে হত্যা করে ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এলাকার অনেকে জানান, ডাকাতি ও হত্যা মামলায় যাবতজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক আহমদ ও তার ভাই মঈন উদ্দিন দীর্ঘ ২৫ বছর কারাভোগের পর তিন বছর আগে মুক্তি পেয়ে এলাকায় আসেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
