Logo
Logo
×

খবর

যাত্রীবেশে ছিনতাইকারীদের ছুরিকাঘাত

কাটা গলা নিয়ে রিকশা চালিয়ে ৩ কিমি. হাসপাতালে মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রিকশাচালক ফজলুর রহমানের গলা কেটে দেওয়া হয়েছিল। তারপরও রিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে তিনি বাজারে আসেন। এরপর হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান। শনিবার রাতে রাজশাহীর মোহনপুর উপজেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফজলুর তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে মোহনপুর উপজেলার কেশরহাট শিয়ালকোলা এলাকায় যাত্রীবেশে ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে তারা ফজলুর গলায় ছুরিকাঘাত করে। রাত সাড়ে ৮টার দিকে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আহত হওয়ার পর ফজলুর রিকশাটি নিজেই চালিয়ে নিয়ে কেশরহাট পর্যন্ত আসেন। তখন তিনি কথা বলতে পারছিলেন। স্থানীয়দের তিনি জানান, তার রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে গলায় ছুরিকাঘাত করা হয়। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে হত্যা করে রিকশাটি ছিনতাই করতে চেয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, ফজলুর রহমান রাজশাহী নগরীর আসাম কলোনিতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। যাত্রীবেশি ছিনতাইকারীরা নগরী থেকে কেশরহাট যাওয়ার কথা বলে রিকশাটি ভাড়া নেয়। তারা রিকশাটি কেশরহাট থেকে কিছুটা দূরে শিয়ালকোলার দিকে নিয়ে যায়। এখানেই তারা রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম