শরীয়তপুরে ছাত্রদল-এনসিপি সংঘর্ষে আহত ৫
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীয়তপুর সদর উপজেলায় ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে জেলা শহরে মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি চৌরঙ্গী এলাকায় আসলে মোটরসাইকেলকে সাইড দেওয়াকে কেন্দ্র করে এক ছাত্রদল কর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয় এনসিপি নেতাকর্মীদের। এ সময় ওই ছাত্রদল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ছাত্রদলের। একে কেন্দ্র করে চৌরঙ্গী এলাকায় সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেলের আঘাতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে নাঈম ইসলাম নামের এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির কোনো নেতাকর্মীকে পাওয়া যায়নি। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, একজনের গায়ে মোটরসাইকেল লাগলে তা নিয়ে প্রথমে হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে একটি পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
