দোয়া মাহফিলে উপস্থাপককে মারধর
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থাপককে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এর আগে ১৯ ডিসেম্বর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এ ঘটনা ঘটেছে। এ সময় এক সিনিয়র নেতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানকে মারধর করেন।
দলীয় সূত্র জানায়, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়।
উপস্থাপক মঞ্চে উপস্থিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং সাবেক সংসদ-সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মামা সৈয়দ তৌফিক আহমেদ মীরের নাম আগে ঘোষণা না করে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূঁইয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নাম ঘোষণা করেন। এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা বলেন, আমরা বিষয়টি তৎক্ষণাৎ সুরাহা করেছি।
