পূর্বধলায় অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষে নিহত ১
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে জিহাদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকালে পূর্বধলা চৌরাস্তা মোড়ে ইলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত জিহাদুল ইলাসপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চৌরাস্তা অটোস্ট্যান্ডে জারিয়াগামী এক অটোচালক দুজন যাত্রী উঠানোর চেষ্টা করেন। এতে স্থানীয় অটোচালক নিজাম উদ্দিন বাধা দিলে দুই চালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে জারিয়াগামী অটোচালককে মারধর করা হয়।
মারধরের শিকার অটোচালক জিহাদুলের পূর্ব পরিচিত হওয়ায় তার কাছে বিচার দেন। জিহাদুল নিজামের কাছে মারধরের কারণ জানতে চাইলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়রা তাদের থামিয়ে উভয় পক্ষকে বাড়িতে পাঠান।
পরে নিজাম ও তার ভাই শাহাবুদ্দিন তাদের বাড়ির নারীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ জিহাদুলের ওপর হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিজাম শাবল দিয়ে জিহাদুলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। অপরদিকে শাহাবুদ্দিনও আহত হন। জিহাদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার বলেন, অটোচালক নিজাম ও তার ভাতিজা জিহাদুলের মধ্যে আগে থেকেই জমি নিয়ে শত্রুতা ছিল। নিজাম ও তার পরিবারের লোকজন জিহাদুলের ওপর হামলা করে। মাথায় আঘাতের কারণে জিহাদুলের মৃত্যু হয়। সংঘর্ষকে কেন্দ্র করে একটি দোকান ও বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।
