তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যা
আশুলিয়া থেকে জামাতা জামাল গ্রেফতার
কুমিল্লা ব্যুরো ও তিতাস প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জামাতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম জামাল সিকদার। তিনি উপজেলার শিবপুর গ্রামের দিলু মিয়া সিকদারের ছেলে। সোমবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, ১০ অক্টোবর শিবপুর গ্রামের শিকদার বাড়িতে মেয়ের জামাতা জামাল সুফিয়া বেগমকে (৭০) পানিতে চুবিয়ে হত্যা করেন। এর আগে জামাল তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে। একপর্যায়ে মেয়ে মারিয়া আক্তারকে মারধর ও লাথি মেরে গুরুতর আহত করেন। এ সময় মারিয়া মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শাশুড়ি জামাতার বাড়িতে আসে এবং নাতনিকে মারধরের কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে জামাল ক্ষিপ্ত হয়ে শাশুড়িকে মারধর করে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করে। আশপাশের লোকজন তা দেখে এগিয়ে এলে জামাল সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নাতনি মারিয়া তিতাস থানায় হত্যা মামলা করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এই খুনের ঘটনায় জড়িতকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর একটি দল আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ঘাতক জামালকে গ্রেফতার করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, গ্রেফতার জামালকে সোমবার তিতাস থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে প্রেরণ করা হবে।
