বাগমারায় মাছ চাষ নিয়ে বিরোধ
বিএনপি নেতাদের হামলা ১৫ বাড়ি ভাঙচুর, লুট
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাগমারার নরদাশ ইউনিয়নের যশো বিলে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে কয়েকটি হিন্দু পরিবারের বাড়িসহ ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। রোববার রাতে সাইধারা গ্রামে এ হামলার সময় কয়েকটি বাড়ির টিনের চালায় অগ্নিসংযোগও করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, নরদাশ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফর হোসেন, সম্পাদক জুলফিকার আলী বাচ্চু ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার বিকালে সরেজমিন সাইধারা গ্রামে গিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কিছু আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের লোকজন মিলে একটি কমিটি গঠন করে নরদাশ ইউনিয়নের যশো বিলে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। ওই কমিটির সদস্য সাইধারা গ্রামের আব্দুল জব্বার তার গ্রামের কৃষকদের দেওয়ার জন্য দশ লাখ টাকা প্রকল্প থেকে নেন। কিন্তু এক মাস পার হলেও কৃষকদের পাওনা টাকা না দিয়ে হয়রানি করা হচ্ছিল। এ কারণে গ্রামের কৃষকরা টাকা আদায়ের দাবিতে রোববার রাত ৮টার দিকে আব্দুল জব্বারের বাড়িতে যান। এর জেরে ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফর হোসেন, সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, বিএনপি নেতা আফজাল হোসেন, আব্দুল জব্বার ও আজাদ মাস্টারসহ ২০-২৫ জন বিএনপি নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে রাত ১০টার দিকে সুশীল কুমার, শ্যামল কুমার, আব্দুল মান্নান, দুলাল হোসেন, মোস্তাক, মামনুর রশিদ, আকবর আলী, নওশাদ আলী, আব্দুস সামাদ, আলা উদ্দিন, আজগর আলী, মানিকুল্যা, আব্দুল আজিদ, আশরাফুল ইসলাম ও আহসান আলীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ভাঙচুর ও টিনের চালায় অগ্নিসংযোগ করে। এছাড়া তারা সুশীল কুমার ও আব্দুল মান্নানের ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে বলেও সুশীল কুমারের পুত্রবধূ অনিতা রানী ও আব্দুল মান্নানের ছেলে সাজ্জাদ হোসেন অভিযোগ করেন। তবে নরদাশ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফর হোসেন এই হামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেছেন, ঘটনার পর থেকেই এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
