Logo
Logo
×

খবর

২৬২ দিনে ঝরল ২১২০ প্রাণ

যশোরে এক পরিবারের ৩ জনসহ সড়কে নিহত ১১

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ধাক্কা লেগে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতে প্রাইভেট কার নিয়ে শহরে ঘুরতে বের হয়ে তারা এ দুর্ঘটনায় পড়েন। একই রাতে এবং শনিবার দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটে পৃথক দুর্ঘটনায় এমসি কলেজের মাস্টার্সের এক শিক্ষার্থীসহ দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গোপালগঞ্জে লোকাল বাস খাদে পড়ে দুই নারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া মৌলভীবাজার, যশোরের কেশবপুর, কিশোরগঞ্জ ও কুড়িগ্রামে অন্যদের মৃত্যু হয়েছে। এদিকে কক্সবাজারে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। এ নিয়ে গত ২৬২ দিনে সড়কে ঝরল ২১২০ প্রাণ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

যশোর : পাঁচদিন পর যে বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ডামাডোল শুরু হওয়ার কথা ছিল, শুক্রবার রাত থেকে সেই বাড়িতে চলছে শোকের মাতম। দুই মেয়েকে হারিয়ে পাগলপ্রায় রেহেনা পারভীন হিরা। তিনি শুধু প্রলাপ করছেন, ‘আমায় মা বলে ডাকার আর কেউ থাকল না।’ তাকে সান্ত্বনা দিতে এসে স্বজন, প্রতিবেশীরাও স্তব্ধ। শনিবার যশোর শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজ এলাকার মোহাম্মদ ইয়াসিন আলীর বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। এর আগে শুক্রবার রাত ১টায় যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই দু’বোনসহ তিন নারী নিহত হন। নিহতরা হলেন- ইয়াসিন আলীর মেয়ে তানজিলা ইয়াসমিন ইয়াসা (২৮), তনিমা ইয়াসমিন পিয়াসা (২৫) এবং তাদের খালাত ভাই আরএন রোড এলাকার মঞ্জুর হোসেনের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন- পিয়াসার স্বামী শফিকুল ইসলাম জ্যোতি (২৮), আফরোজা তাবাসসুম তিথীর মেয়ে মানিজুর মাশিয়াব (৪) এবং শাহিন হোসেন (২৩) ও হৃদয় (২৮)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাইভেটকার চালক শফিকুল ইসলাম জ্যোতি পুলিশ হেফাজতে রয়েছে। গাড়ি চালানোর সময় তিনি নেশা অবস্থায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এজন্য তার মাদক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে মরদেহ পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, যশোর শহরের লোন অফিসপাড়া এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলাম জ্যোতির সঙ্গে আদ-দ্বীন সখিনা মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্রী তনিমা ইয়াসমিন পিয়াসার দেড় বছর আগে বিয়ে হয়। আগামী ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পিয়াসাকে তুলে নেয়ার কথা ছিল। সে জন্য জ্যোতির বাড়িতে আলোকসজ্জা করা হয়। পিয়াসা রাতে ফোন করে জ্যোতিকে জানান, তারা আলোকসজ্জা দেখবেন এবং শহর ঘুরবেন। এ কারণে রাত ১০টার দিকে জ্যোতি তার নিজস্ব প্রাইভেটকার নিয়ে বের হন। গাড়িতে পিয়াসার বোন তানজিলা, খালাত ভাইয়ের স্ত্রী আফরোজা তাবাসসুম তিথী, তার মেয়ে মানিজুর মাশিয়াব এবং জ্যোতির দুই বন্ধু হৃদয় ও শাহিন ছিলেন। তারা রাতে আলোকসজ্জা দেখে শহরে তাদের স্বজনদের দাওয়াত দিয়ে পালবাড়ি এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। রাত ১টার দিকে পুরাতন কসবা শহীদ মসিয়ূর রহমান সড়কের (আকিজের গলি) পাশে থাকা একটি বিল্ডিংয়ের প্রাচীর ও বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে প্রাইভেটকারটি। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গাড়িতে থাকা অন্যরা আহত হন।

সিলেট : সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে এক নারী নিহত ও তার দুই শিশু সন্তান আহত হয়েছে। নিহতের নাম নাজিয়া আক্তার নাজু (৩০)। তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলার জাঙ্গিরাই গ্রামের মোস্তফা কামালের স্ত্রী। শুক্রবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই নারী দুই সন্তান নিয়ে কুলাউড়া থেকে স্বামীর বাড়িতে ফিরছিলেন। একই রাতে টিলাগড়ে প্রাইভেটকার উল্টে এক ছাত্র নিহত এবং ৩ জন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম নয়ন দাস (২৭)। তিনি সিলেট নগরীর চামেলীবাগ এলাকার ইরেশ দাসের ছেলে। নয়ন এমসি কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গোপালগঞ্জ : শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার সানপুকুরিয়া নামক স্থানে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে দুই নারী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- রোমেসা বেগম (৪৫) ও শেফালী (৪০)। রোমেসা সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্লার স্ত্রী এবং শেফালী মুকসুদপুরের মহিশতলা গ্রামের সবল বালার স্ত্রী। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেশবপুর (যশোর) : শুক্রবার রাতে কেশবপুর-চুকনগর সড়কের তালতলায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী আলমসাধুর ধাক্কায় সাবরিনা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে কেশবপুর ছাত্রদলের সাবেক সভাপতি আলতাপোল গ্রামের বাসিন্দা আবদুল হালিমের একমাত্র সন্তান।

মৌলভীবাজার : প্রাইভেটকারের ধাক্কায় শিল্পী দেবনাথ (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিল্পী দেবনাথ সদর উপজেলার কদুপুর গ্রামের বাহরাইন প্রবাসী হরিপদ দেবনাথের স্ত্রী। এ ঘটনায় নিহত শিল্পী দেবনাথের ছেলে পূর্ণ গুরুতর আহত হয়েছেন।

কিশোরগঞ্জ : বাজিতপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার সহযাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মাওলানা মো. আবদুল আজিজ (৫০)। তিনি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের পুরাতন জামে মসজিদের ইমাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বড়বাগ গ্রামের আবদুল গফুরের ছেলে। এ সময় আহত হন মাটিকাটা গ্রামের সাইজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান বাবু।

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) : ভুরুঙ্গামারীর বাগভাণ্ডার রোডের কদমতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পাথরডুবী ইউনিয়নের চান্দিয়া বাজার এলাকার নুরুন্নবীর ছেলে। তিনি একজন লেদ শ্রমিক ছিলেন।

কক্সবাজার : রামু-মরিচ্যা সড়কের মেরংলোয়ার লম্বা ব্রিজের রেলিং ভেঙে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম