Logo
Logo
×

খবর

নাজিরহাট বড় মাদ্রাসা

সংকট নিরসনে সিদ্ধান্ত হবে শূরা কমিটির বৈঠকে

-নজিবুল বশর এমপি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শতবর্ষী কওমি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক পদ নিয়ে সৃষ্ট সংকট নিরসন ও সরকারের অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। কিছুদিন ধরে এ মাদ্রাসায় পরিচালকের পদ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

রোববার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে সৈয়দ নজিবুল বশর বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ২৮ অক্টোবর শূরা কমিটির বৈঠক হবে। বৈঠকে শীর্ষ আলেমরা যে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী মাদ্রাসার পরিচালক নিয়োগসহ পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে। এতে আমাদের সরকার ও প্রশাসন সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে এমপি বলেন, প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব নিয়ে শূরা কমিটির বৈঠক আয়োজনে যা করা প্রয়োজন তা করতে বলেছেন। শূরা কমিটির বৈঠকে আগত সব ওলামায়ে কেরামদের প্রশাসন নিরাপত্তা দেবে। বৈঠকে কেউ যদি কোনো গোলযোগ সৃষ্টি করতে চায়, তাহলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে শূরা কমিটির প্রধান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম