মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ভাই-বোনের মৃত্যু
যশোর ব্যুরো, লালমনিরহাট ও মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আবদুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামের ভাই ও বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের বাওয়াছড়া রেল গেটে এ দুর্ঘটনা ঘটে। এদিন সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল স্টেশন ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়। অপরদিকে যশোরে ট্রেনের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মীরসরাইয়ে নিহত মালেক ও সুমাইয়ার বাড়ি চাঁদপুর জেলায়। তাদের বাবার নাম মোহাম্মদ নুরুল মোস্তফা। প্যারাগন পোলট্রি ফিড কোম্পানিতে চাকরির সুবাদে তারা ১৫ বছর ধরে মীরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
ওই এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, মালেক ও সুমাইয়া বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেল লাইনে ছবি তুলছিল মালেক। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে বোন এগিয়ে যান। এতে ঘটনাস্থলে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল স্টেশন এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে বুড়িমারীগামী ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হন। এর মধ্যে সকালে কাটা পড়ে নিহত হন অজ্ঞাত এক পথচারী। অপরজন মোটরসাইকেল আরোহী রহিদুল ইসলাম এমরান কাটা পড়েন দুপুরে। রহিদুল কালীগঞ্জের দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী সকালের ট্রেনটি কাকিনা স্টেশনের পশ্চিম প্রান্তে থাকা রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত একজন পথচারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। দুপুরের দিকে একই ট্রেন লালমনিরহাট অভিমুখে ফেরার পথে কাকিনা স্টেশনের পূর্বপ্রান্তে থাকা শান্তিগঞ্জ বাজারসংলগ্ন রেল ক্রসিং এলাকায় মোটরসাইকেল আরোহী রহিদুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। কাকিনা স্টেশনের দুই প্রান্তের দুটি রেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ট্রেনে কাটা পড়ে দু’জনের নিহতের বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন।
যশোরে অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহরের খোলাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান (৪৫) সদর উপজেলার মণ্ডলগাতি গ্রামের বাসিন্দা। তিনি শহরের ভোলাট্যাংক রোডে টাইলসের দোকান এসএ ট্রেডার্সের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আবদুর রহমান মোটরসাইকেল নিয়ে খড়কি ধোপাপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ফাঁকে চাকা আটকে যায়। এ সময় মোটরসাইকেলের স্ট্যাট বন্ধ (ইঞ্জিন বন্ধ) হয়ে যায়। তিনি মোটরসাইকেলের চাকা ছাড়ানোর চেষ্টা করছিলেন। এর মধ্যে ট্রেন চলে আসে। ট্রেনের চাপায় গুরুত্বর আহত হন তিনি। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।
যশোর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, মণ্ডলগাতি গ্রামের বাড়ি থেকে আবদুর রহমান যশোর শহরে আসছিলেন। খোলাডাঙ্গার ধোপাপাড়ায় অবৈধ ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে কুড়িগ্রামের চিলিহাটিগামী রকেট ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
