বরকলে আ’লীগের দু’গ্রুপে মারামারি আহত ১০
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গামাটির বরকলে আওয়ামী লীগের দুই গ্রুপে মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার এরাবুনিয়ায় দলীয় কার্যালয়ে সাংগঠনিক কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। জেলা নেতাদের সামনেই উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীরা মারামারিতে লিপ্ত হয়।
জানা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনসহ দলের একটি টিম বরকল উপজেলায় সাংগঠনিক সফরে যায়। কর্মসূচি চলাকালে বরকল উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মো. মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে তার সহযোগীরা অন্য গ্রুপের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর ৫ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তারা হলেন শাহজাহান, এমাদুল, নাছির হাওলাদার, আবদুস সালাম ও আনোয়ারা বেগম। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার বিষয়টি স্বীকার করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানান, উভয়ের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা বসে সমাধান দেয়ার চেষ্টা করছি। বরকল থানার ওসি কাজী জসিম উদ্দিন জানান, এরাবুনিয়া বাজরে আওয়ামী লীগের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এখনও থানায় লিখিত অভিযোগ আসেনি।
