Logo
Logo
×

খবর

বন্দুকযুদ্ধে জেএসএস সদস্য নিহত

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বন্দুকযুদ্ধে জেএসএস সদস্য নিহত

রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মিলটন চাকমা (৩৮) নামে জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্য নিহত হয়েছেন।

সদর উপজেলার জীবতলী ডলুছড়ি ব্রিজ এলাকায় সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত মিলটন জেএসএস মূল দলের কালেক্টর ছিলেন। জানা গেছে, ওই এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতে গুলিবর্ষণ করে। এতে আত্মরক্ষায় পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই মিলটন চাকমা মারা যান। তিনি সদর উপজেলার মগবান ইউনিয়নের ইল্লাছড়ির মৃত সুরেশ মণি চাকমার ছেলে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ও জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মো. নজিবুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম