Logo
Logo
×

খবর

সাতকানিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেরানীহাট কেঁওচিয়া হাজেরা মেম্বারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন কেরানীহাট কেঁওচিয়া গ্রামের মোহাম্মদ দুলালের ছেলে। পরিবারের অভিযোগ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

আহত রিয়াজের বড় ভাই মো. রিয়াদ বলেন, মঙ্গলবার সকালে মোহাম্মদ আলীর এক ভাগ্নের সঙ্গে আমার ভাইয়ের মধ্যে সামান্য তর্কবিতর্ক হয়। এর জের ধরে রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও তার অনুসারী জমির, মিজান, মিশকাত ও জয়নালসহ আরও কয়েকজন এসে আমার ভাইকে ধরে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। হামলাকারীরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মেয়েদের উত্ত্যক্ত করাসহ নানা ধরনের অনৈতিক কাজ করে আসছিল। আমার ভাই এর প্রতিবাদ করায় সভাপতির নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমার ভাইয়ের মাথায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে।

সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান যুগান্তরকে বলেন, ‘কেঁওচিয়া ইউনিয়নে ছাত্রলীগের একটি ছেলেকে কুপিয়েছে অপর একটি গ্র“প। এ ঘটনায় কেউ মামলা করতে আসেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম