Logo
Logo
×

খবর

চট্টগ্রামে পরকীয়ার জেরে নুর উদ্দিনকে হত্যা করেছে স্ত্রী

অনশনে মা-বোনদের অভিযোগ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পরকীয়ার প্রতিবাদ করায় চট্টগ্রামের চন্দনাইশে প্রবাস-ফেরত নুর উদ্দিনকে হত্যা করেছে স্ত্রী জোবাঈদা নাহার চম্পা ও শ্বশুর বাড়ির লোকজন। এরপর লাশ মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যায়। একই সঙ্গে প্রবাসে উপার্জিত নুর উদ্দিনের অন্তত ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছে তারা। নুর উদ্দিনের মা-বোনসহ স্বজনরা এ অভিযোগ করেছেন। তারা শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করেন।

বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নুর উদ্দিনের মা সায়েরা বেগম, বড় বোন কোহিনুর আক্তার, দুলাভাই ফয়েজ আহমদ, মামাতো ভাই ইরফান উদ্দিন, চাচাতো ভাই মিনহাজ উদ্দিন, ভাগিনা ফাহিম খান, রামিম উদ্দিনসহ পরিবারের সদস্যরা বিভিন্ন দাবিসংবলিত প্লেকার্ড নিয়ে অনশনে বসেন। এ সময় নুর উদ্দিনের মা সায়েরা বেগম বলেন, ‘আমার ছেলেকে তার স্ত্রী জোবাঈদা নাহার চম্পা হত্যা করেছে।’ বড় বোন কোহিনুর আক্তার অভিযোগ করেন, ‘আমার ভাইয়ের স্ত্রী চম্পার সঙ্গে তার খালাতো বোনের স্বামী নজরুলের পরকীয়া ছিল। আমার ভাই প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করলেও উপার্জিত অন্তত ৪০ লাখ টাকা কৌশলে চম্পা হাতিয়ে নিয়েছে। আর এই অর্থ ফেরত চাইলে চম্পা তার প্রেমিক নজরুলসহ বাপের বাড়ির লোকজনকে নিয়ে আমার ভাইকে হত্যা করেছে।’ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলেও জানান তারা। বিকালে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানসহ মানবাধিকার নেতারা নুর উদ্দিনের মা-বোন ও স্বজনদের অনশন ভঙ্গ করান।

চট্টগ্রামের চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে নুর উদ্দিনের বাড়ি। ১০ অক্টোবর তাকে হত্যা করা হয় বলে অভিযোগ নুর উদ্দিনের পরিবারের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম