Logo
Logo
×

খবর

টেকনাফে ছেলের হাতে বাবা খুন

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে ছেলে পারভেজের হাতে খুন হয়েছেন বশির আহাম্মদ। মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়ায় এ খুন হয়।

স্থানীয়রা জানান, কথা কাটাকাটির জেরে হাতে থাকা কাঁচি দিয়ে পারভেজ হঠাৎই তার বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে পথেই তার মৃত্যু হয়। এদিকে বাবার মৃত্যুর কথা শুনে পালিয়েছে পারভেজ।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম