মৌলভীবাজারে বাবা আছড়ে মারল নিজের শিশু ছেলেকে
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারে বাবার হাতে নির্মমভাবে খুন হয়েছে মাহিদ নামে সাত বছরের এক শিশু। রোববার সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে লোমহর্ষক এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশু হত্যার ঘটনায় পুরো গ্রামের মানুষ শোকাহত।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, এই ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে খোকন মিয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া শিশু মাহিদ রোববার বিকালে বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে উঠেন খোকন। পরে শিশুটিকে ঘরের বাইরে এনে পিটিয়ে ও আছাড় দিয়ে হত্যা করেন।
প্রতিবেশী যবেদা বেগম বলেন, বাচ্চাটিকে মারধর করার সময় তাকে উদ্ধারে আমি এগিয়ে গেলে আমাকে অন্তত দশ হাত দূরে টেনে নিয়ে যায়। তবে এ সময় অন্য কেউ সেখানে ছিল না বলে জানান ওই নারী।
