Logo
Logo
×

খবর

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে মামা ভাগিনার ফাঁসি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই আদেশ দেন। দণ্ডিতরা হলেন-মো. ফরহাদ ও সেলিম মনির। তাদের দুজনেরই বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ফরহাদ ভালোবেসে জেসমিনকে বিয়ে করেন। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। জেসমিন ছিলেন পোশাক কারখানার শ্রমিক, আর ফরহাদ দিনমজুর। দুজনের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। পরে ফরহাদ তার মামা সেলিম মনিরের সঙ্গে মিলে জেসমিনকে খুন করার পরিকল্পনা করেন।

২০২০ সালের ২১ সেপ্টেম্বর ফরহাদ জেসমিনের মোবাইলে কল দিয়ে নগরীর বহদ্দারহাট এলাকায় দেখা করতে বলেন। সেখান থেকে তারা একে খান এলাকার গ্যাসলাইন পাহাড়ে যান। সেখানেই মামা সেলিম মনিরের সহায়তায় জেসমিনকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন ফরহাদ। এরপর পাহাড়ের ঝোপের মধ্যে লাশ ফেলে তারা চলে যান। ২ অক্টোবর জেসমিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জেসমিনের ছোট ভাই আকবরশাহ থানায় হত্যা মামলা করেন। পুলিশ নারায়ণগঞ্জ থেকে ফরহাদ ও চট্টগ্রাম থেকে সেলিমকে গ্রেফতার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম