আজমিরীগঞ্জে সমিতি নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির কর্তৃত্ব নিয়ে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিগত কয়েক বছর ধরে নোয়াগড় গ্রাম পঞ্চায়েত সমিতির কর্তৃত্ব নিজের দখলে রেখেছেন ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান মিয়াসহ তার লোকজন। প্রতিবছর তারা গ্রামের আশপাশের জমি, পুকুর, ডোবা ইজারা দিয়ে থাকেন। সমিতির তহবিলে বিপুল অঙ্কের টাকাও জমা রয়েছে। সম্প্রতি সাবেক ইউপি সদস্য লতিফুর ও বিএনপি নেতা আক্তার মিয়া তাতে বাধা দেন। এ নিয়ে কয়েক দিন ধরেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষ আরেক পক্ষকে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল হাসান জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
