Logo
Logo
×

ঘরে বাইরে

হালকা শীতের পোশাক

Icon

হাবীবাহ্ নাসরীন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শীত পড়তে শুরু করেছে, সকালে আরেকটু সময় কম্বলের উষ্ণতায় থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা যত মধুরই হোক না কেন, কাজের টানে সব ছেড়ে উঠতে হয়। শীত নিবারণের জন্য মেয়েদের আছে কত নামের, কত ডিজাইনের পোশাক, ছেলেদের জন্য কী নেই? নিশ্চয়ই আছে। যারা সকালের ঘুম বাদ দিয়ে বাইরে বের হবেন কিংবা ধরুন ঘরেই থাকবেন, এই না বেশি, না হালকা-এমন শীতে কী পরবেন? একটু বয়স্ক পুরুষ সাধারণত চাদর জড়িয়ে থাকতে পছন্দ করেন; তা অবশ্য অবসরে বাড়িতে বিশ্রাম নিলে তখন বেশি মানায়, কিংবা তরুণরা ভার্সিটির ক্লাস ধরতে ছুটলে অথবা কবিতা পাঠের আসরে। কিন্তু এমন পোশাক বেছে নিতে হবে-যেটি ঘরে বা বাইরে সমান মানানসই।

শীতে একটু মোটা কাপড়ের বড় হাতার পোশাক হলে ছেলেরা তা ঘরে-বাইরে সমানভাবে ব্যবহার করতে পারবেন। এ সময় ফুল স্লিভ টি-শার্ট কিংবা ফুল স্লিভ পোলো শার্ট বেশি মানানসই। ব্লেজার, জ্যাকেট কিংবা ভারী সোয়েটার নিশ্চয়ই সব জায়গায়, সবসময় মানানসই নয়? তাই শীতের হালকা পোশাক হিসাবে ফুল স্লিভ পোশাকের নামই সবার আগে আসে। প্রয়োজনের সময় হাতা গুটিয়েও রাখতে পারেন, আবার চাইলে শীত ঠেকাতে ফুল হাতার ব্যবহারও করতে পারেন। দুভাবে পরার পদ্ধতি এখন প্রায় সব ফুল স্লিভ পোশাকেই থাকে।

অনেকে হয়তো মনে করতে পারেন, একটু আঁটোসাঁটো পোশাক পরলে তাতে শীত নিবারণ আরও ভালো হবে; কিন্তু বিষয়টি তেমন নয়। বরং একটু ঢিলেঢালা, যাকে সহজে বললে হয় ‘ওভারসাইজড’, এ ধরনের পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। তাতে বাড়িতে থাকুন কিংবা বাইরে বের হন; অস্বস্তি আপনাকে ঘিরে ধরবে না। শরীরে স্বাভাবিক বাতাস চলাচলও বজায় থাকবে। আবার আপনি যদি একটু গোলগাল ভুঁড়িদারও হন, ঢিলেঢালা পোশাকে কিন্তু তা চোখে পড়বে না। শুধু পরেই নয়, আয়নার সামনে দাঁড়াতেও চোখে আরাম বোধ করবেন।

শীতের পোশাকের কাপড় হিসাবে উষ্ণতার জন্য উলের কথা চিন্তা করলেও হালকা শীতে অনেক সময় তা কাক্সিক্ষত স্বস্তি না-ও দিতে পারে। তবে পাতলা উলের ফুল স্লিভ পোশাক পরার কথা বিবেচনা করতে পারেন। এ ছাড়া কটন, ডেনিম, ফ্লানেল তো রয়েছেই আপনাকে বাড়তি উষ্ণতা দেওয়ার জন্য। গলার ক্ষেত্রে সাধারণত গোল গলাই এগিয়ে রাখেন ছেলেরা। তবে একটু বাড়তি ফ্যাশন সচেতন কেউ কেউ ভি-নেক বেছে নিতেও পছন্দ করেন। আপনার বয়স এবং রুচির সঙ্গে মানিয়ে যে কোনো ডিজাইনের পোশাকই বেছে নির্বাচন করতে পারেন।

শীতের পোশাকের রং একটু রঙিন হলেই বেশি সুন্দর লাগে। তবে ছেলেদের ফ্যাশন বলে ভিন্ন কথা। ছেলেরা সাধারণত চকচকে রঙের বদলে একটু হালকা রঙের দিকে বেশি ঝুঁকে থাকেন। সাধারণত কালো, ছাই, ধূসর, নীল, অফহোয়াইট ও ক্রিম রঙের পোশাক বেশি পরতে দেখা যায়। স্ট্রাইপ কিংবা নানারকম নকশার বদলে বেশির ভাগ এক রঙের পোশাক বেছে নিতে পছন্দ করেন। যদিও ব্যক্তিভেদে পছন্দ আলাদা এবং আপনার রুচিকে শতভাগ প্রাধান্য দেওয়ার সুযোগ আপনার রয়েছে।

দেশীয় বিভিন্ন ব্র্যান্ড তো রয়েছেই, এ ছাড়া ছেলেদের শীতের পোশাক কেনার আদর্শ জায়গা হতে পারে যমুনা ফিউচার পার্ক, বঙ্গবাজার, গুলিস্তান মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট, গাউছিয়া, খিলগাঁও, ফার্মগেট, কাওরানবাজার, তালতলা, মিরপুর, মুহাম্মদিয়া মার্কেট ও রাজধানী সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেট। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শপিংমলেও দেখা পাবেন আপনার পছন্দের শীত পোশাকের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম