Logo
Logo
×

ঘরে বাইরে

ঢাকা রিজেন্সির বিয়ে বাড়ির উৎসব

Icon

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সম্প্রতি ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করছে ‘এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্টস ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ির উৎসব’, দুদিনব্যাপী বর্ণিল ওয়েডিং ফেস্টিভ্যাল। বাঙালির বিয়ের ঐতিহ্য, রং, আবেগ ও আনন্দকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতেই নবদম্পতিদের জন্য অভিজ্ঞতার উৎসব আয়োজন করা হয়। উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে সাংস্কৃতিক পরিবেশনা, লাইভ এন্টারটেইনমেন্ট এবং বর্ণাঢ্য ফ্যাশন শো, নবীন-প্রবীণ ডিজাইনারদের ট্রেন্ডি ব্রাইডাল ও গ্রুম কালেকশন। এ ফেস্টিভ্যালের উদ্বোধনীতে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বুবলী! এ ছাড়া এ উৎসবে; জুয়েলারি, বিউটি, ইভেন্ট ডেকোর, লাইফস্টাইল প্রোডাক্ট থেকে শুরু করে হোম এসেনশিয়ালস পর্যন্ত সবকিছুই ছিল আয়োজনে। বিস্তারিত-০১৭১৩৩৩২৬৮২।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম