|
ফলো করুন |
|
|---|---|
শীতের রেশ কাটিয়ে বসন্তের বাতাস জানান দিচ্ছে গরমের হাতছানি। ভারী পোশাককে তাই জানাতে হবে বিদায়। মৌসুমের এ সময়ে ভারী পোশাকে যেমন অস্বস্তি লাগে তেমনি খুব হালকা পাতলা পোশাকেও আবার শীত শীত অনুভূতি হয় অনেকটা। তাই এ সময় এমন পোশাক চাই, যাতে খুব সহজেই মিলবে আরাম আর স্বস্তি। এ সময়ের গরমে পোশাকের ধরনের পাশাপাশি কাপড়ের দিকেও খেয়াল রাখা প্রয়োজন। জর্জেট কিংবা লিনেন কাপড় এ সময়ের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। এর পাশাপাশি সুতিকেও তালিকায় রাখতে পারেন। বাইরে কাজের ক্ষেত্রে কিংবা অফিস বা ইউনিভার্সিটির ক্ষেত্রে জর্জেট অথবা লিনেন কাপড় এ সময়ে বেশ আরামদায়ক। এ ধরনের কাপড় হালকা হওয়াতে পরতেও বেশ আরামদায়ক। নানা ডিজাইন আর কারুকাজের পাশাপাশি কাটিংয়েও নানা পরিবর্তন আসে ঋতুভেদে। গরমের সময়ে টপস, শার্ট, টি-শার্ট, কুর্তি ধরনের পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি। ওয়েস্টার্ন লুকের বাইরে আছে সালোয়ার কামিজ। এ ক্ষেত্রে লিনেন আর সুতির ব্যবহার বেশি চোখে পড়ে। হালকা গরম হলেও দুপুরের রোদ বেশ কড়া হয়ে থাকে। তাই পড়ন্ত বিকালের যে কোনো অনুষ্ঠানে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে লিনেন কাপড়ের পোশাকের বিষয়টি মাথায় রাখতে পারেন। আর দুপুরের দিকের ক্ষেত্রে যেহেতু গরম পড়তে শুরু করেছে তাই সুতির কাপড় বেশি আরামের। সুতির কাপড় দ্রুত ঘাম শোষণ করতেও পারে আর শুকিয়েও যায় সহজেই। তাই গরমের এ সময়টা জুড়ে সুতি কাপড়েও মিলে প্রশান্তি। জর্জেটের ক্ষেত্রেও পরতে আরামদায়ক হয়ে থাকে এ ধরনের কাপড়। জর্জেটের ক্ষেত্রে ওয়েস্টার্ন লুকের পোশাক বেশি নজর কাড়ে। এছাড়া সিঙ্গেল কামিজ কিংবা লং কামিজের বেলায়ও জর্জেটের প্রচলন বেশি। তাই যারা ক্লাস কিংবা মিটিংয়ে যেতে চাচ্ছেন গরমের শুরুর দিকের এ সময়ে তারা পোশাকের তালিকায় এ ধরনের কাপড়ের বিষয়টি মাথায় রাখতে পারেন। এছাড়া গরমের শুরুর দিকের জন্য সিল্কের পোশাকেও আরাম মিলে। তাই সুতির কাপড়ের পাশাপাশি এ ধরনের কাপড়ের পোশাক রাখতে পারেন আপনার তালিকায় গরমের শুরুর দিক থেকে।
