Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাড়ির মালিকের হাত-পা বেঁধে সব নিয়ে গেল দারোয়ান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাড়ির মালিকের হাত-পা বেঁধে সব নিয়ে গেল দারোয়ান

রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়ির মালিকের হাত-পা বেঁধে তাকে মারধর করে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে গেছে দারোয়ান। শনিবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার ১ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম শেখ জানান, কাদেরাবাদ হাউজিং এলাকার ওই বাড়ির মালিক সুলতান নামের সাবেক সরকারি কর্মকর্তা। চলতি মাসের এক তারিখ তার বাড়ির নিরাপত্তার জন্য মাইনুল ওরফে সুমন নামে একজনকে নিয়োগ দেন। এসআই নাজমুল বলেন, বাড়ির মালিক সুলতানের স্ত্রী বাইরে থাকায় তিনি বাসায় একা অবস্থান করছিলেন।

বিকাল অনুমান ৫টার দিকে দারোয়ান সুমন বাসায় ঢুকে বাড়ির মালিক সুলতানকে লোহার পাইপের রেঞ্জ দিয়ে মাথার পিছনে আঘাত করে ও পিছনে হাত বেঁধে ফেলে। এ সময় ড্রয়ারে থাকা টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীকে গাড়ি চালকসহ অন্যদের সহযোগিতায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে ভিকটিম আশঙ্কামুক্ত রয়েছে। ?এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম