প্রিমিয়ার ব্যাংক থেকে ইকবালের ২৮৭ কোটি টাকা তোলার চেষ্টা ব্যর্থ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবালের কোম্পানির জব্দ করা হিসাব থেকে ২৮৭ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকের বনানী শাখা থেকে ওই টাকা তুলে নিতে বিভিন্নভাবে তিনি চেষ্টা করেছিলেন। তাকে ওই টাকা তুলে নিতে ব্যাংকের কতিপয় কর্মকর্তা সহায়তা করছিলেন। বিএফআইইউ ডা. ইকবাল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে রেখেছে। তবে এরই মধ্যে গত এপ্রিলে ১ কোটি ১১ লাখ টাকা ও ৩০ হাজার ডলার তুলে নেন ইকবাল। এজন্য ব্যাংককে ওই পরিমাণ অর্থ জরিমানা করেছে বিএফআইইউ।
ব্যাংকের বনানী শাখায় ডা. এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রিমিয়ার প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি, প্রিমিয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট, ইকবাল সেন্টার, প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট কোম্পানি ও বুখারা রেস্টুরেন্টের বিভিন্ন হিসাবে টাকা জমা রয়েছে। এসব হিসাব থেকে অর্থ উত্তোলন করতে প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩০০ চেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে জমা দেওয়া হয়। প্রতিটি চেকের মাধ্যমে ৮০ লাখ টাকা করে তোলার চেষ্টা করা হয়। তবে বিষয়টি অবগত হয়ে তা আটকে দেয় বিএফআইইউ। গত বছরের নভেম্বরে প্রিমিয়ার ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবালের ব্যাংক হিসাব স্থগিত (জব্দ) করা হয়। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তান এবং তাদের একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।
