Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভারতে পালানো সেনা কর্মকর্তারা দেশের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতে পালানো সেনা কর্মকর্তারা দেশের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনেক উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের কারণে জেলে যেতে হতে পারে। ব্যর্থদের তালিকা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দেওয়া উচিত। গতকাল বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ডিজিএফআইয়ের ৪-৫ জন লেফটেন্যান্ট জেনারেল ভারতে পালিয়ে গেছেন, যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। এরা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করেছে। ভারত সরকারের সহযোগিতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে ভালোভাবে জীবন যাপন করছেন। 

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনা সম্ভব নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে, যিনি সৎ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। উত্তরাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফুয়াদ বলেন, শিল্প-কারখানা হলে বেকারত্ব কমবে, তরুণরা মাদকের দিকে ঝুঁকবে না, ফলে অর্থনৈতিক উন্নয়ন হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম