Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পে-স্কেলের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পে-স্কেলের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে-কমিশন নিয়ে বর্তমান সরকার কাজ করছে। আমরা এখন কিছু বলতে পারছি না-দেখা যাক কতদূর যায়। পে-স্কেলের সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকার নেবে। রোববার সচিবালয়ে সরকারি ক্রয়, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, পরবর্তী সরকারের কাছে আইএমএফ ঋণের কিস্তি দেবে। নতুন সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে কিস্তি ছাড় করবে সংস্থাটি। তিনি আরও বলেন, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ারমূল্য শূন্য হিসাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে ঘোষণা দিয়েছেন, তা চূড়ান্ত নয়।

আইএমএফ-এর কিস্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংস্থাটির (আইএমএফ) কিছু সুপারিশ আছে। যেমন : রাজস্ব আয় বাড়ানো; কর-জিডিপি অনুপাতের বিষয়টিও আছে। তিনি আরও বলেন, এখন ঋণের কিস্তির কোনো প্রয়োজন নেই। আইএমএফ বলেছে, সংস্কারের বিষয়গুলো একটু দেখতে হবে। নির্বাচনের পর আইএমএফ পর্যালোচনা করে ঋণের কিস্তি ছাড় করবে। গভর্নর বলেছেন যে তার পদ মন্ত্রীর সমমর্যাদার হতে হবে। এ নিয়ে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটা নিয়ে আমি মন্তব্য করব না। আমরা সার্বিকভাবে সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেব, এরপর বলব। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দেশের সার্বিক অগ্রগতি ভালো। মূল্যস্ফীতি কমেছে। কিন্তু বাসা ভাড়া ও পরিবহণ ব্যয় বেড়েছে। পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে আমরা কাজ করছি। তবে সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে। চালের দামও সহনীয় রয়েছে। প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। আর সিদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে। ধান ও চালের এ দাম গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি। ২০ নভেম্বর ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অপরিশোধিত তেল আমদানির জন্য চেষ্টা করছে সরকার। সার ও কৃষিতে প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৭০ হাজার টন সার এবং ৫০ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম