পাঁচ ব্যাংক একীভূতকরণ
সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে সম্মতিপত্র ইস্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি ইসলামী ব্যাংক গঠন করা হবে। এর নাম দেওয়া হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। এই নামে ইতোমধ্যে যৌথ মূলধনি কোম্পানিজ থেকে নিবন্ধন নেওয়া হয়েছে। রোববার ওই কোম্পানির নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকিং ব্যবসার পরিচালনার প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করা হয়েছে। ওই নামে এখন ব্যাংক গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভার মাধ্যমে ব্যাংকটির নামে এলওআই অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অচিরেই পর্ষদে আরও সাতজন পরিচালক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে থাকছেন পাঁচজন এবং বেসরকারি খাত থেকে দুজন। তারা প্রত্যেকেই ব্যাংক পরিচালনায় অভিজ্ঞ।
আলোচ্য পাঁচ ব্যাংক হচ্ছে-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
