গাজীপুরে শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান
বিএনপি প্রার্থীর হাতে ফুলের তোড়া
জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে ৪ ও ৫নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা বিএনপিতে যোগদান করেছে। শুক্রবার বিকালে সদর উপজেলা ভবানীপুর ইরফান এন্টারপ্রাইজ তিন ভাই টাইলস মার্কেটে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর ৩ আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা এসএম রফিকুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী।
