কালিয়াকৈরে গার্লস গাইড রেঞ্জার ক্যাম্পের সমাপনী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শুক্রবার বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্প-২০২৫ গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়াস্থ অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প সাইটে সমাপনী অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর ক্যাম্পের উদ্বোধন করেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন।
বাড়ইয়ে শুক্রবার বিকালে ক্যাম্পের মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ রফিকুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা। সমাপনী দিনে তাঁবু পরিদর্শন করেন কাজী জেবুন্নেছা বেগম। অনুষ্ঠানে সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), জাহান আরা বেগম, কোষাধ্যক্ষ, রীতা জেসমিন, ক্যাম্প কমিশনার, অধ্যাপক শামীম আরা, রেজার কমিশনার, অন্যান্য কমিশনার ও গাইড সদস্যরা উপস্থিত ছিলেন।
