Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরে যুবককে হাতুড়ি দিয়ে পেটানোয় অভিযুক্ত গ্রেফতার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কালিয়াকৈরে চুরির অভিযোগ এনে আহাদ নামের এক যুবককে গাছে বেঁধে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। থানার এসআই হাবিব উকিল বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। অভিযুক্ত কোরবান আলীকে গ্রেফতার করে শুক্রবার ৫৪ ধারায় আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার টান কালিয়াকৈর থেকে অভিযুক্ত কোরবান আলীকে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ। হাতুড়ি পেটার শিকার আহাদের পরিচয় পাওয়া যায়নি। গ্রেফতারকৃত কোরবান আলী দিনাজপুর সদর থানার বিশ্বনাথপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি ১৫ বছর আগে দিনাজপুর থেকে কালিয়াকৈরে এসে উপজেলার চাপাইর এলাকার এমাদুল হকের মেয়েকে বিয়ে করে বসবাস করছেন। তিনি কালিয়াকৈর থেকে ঢাকার মিরপুর ১২ নম্বর রুটে চলা রাজধানী পরিবহনের তিনটি বাসের মালিক। অভিযুক্ত বাস মালিক কোরবান আলী বলেন, ‘তাকে আমি স্থানীয়দের কথায় বাসটি চালাতে দিয়েছিলাম। কিন্তু সে আমার বাস চুরি করে নিয়ে চলে যায়। পরে পুলিশের সহায়তায় মিরপুর থেকে বাসটি উদ্ধার করা হয়।’ কালিয়াকৈর থানার এসআই অলিউর রহমান বলেন, যুবক আহাদকে চুরির অভিযোগে গাছে বেঁধে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় বাস মালিক কোরবানকে গ্রেফতার করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম