আজ শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এদিন ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে এই পরীক্ষা।
এবার ই-ইউনিটে মোট পরীক্ষার্থী সংখ্যা এক হাজার ২৫১ জন। পরীক্ষা হবে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বর থাকবে বহুনির্বাচনি প্রশ্নে। পরীক্ষায় মোট দেড় ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, এবার মোট পরীক্ষার্থী এক হাজার ২৫১ জন। জবির শহীদ সাজিদ একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবির বাইরে অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা হবে না।
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এবারও আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। পরীক্ষা আয়োজনে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
