Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

যারাই ঘটাক তাদের মূল্য দিতে হবে: মোস্তফা সরয়ার ফারুকী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার হাদির ওপর হামলার কিছুক্ষণ পরই ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন।

পোস্টে ফারুকী বলেছেন-গণহত্যার দায়ে কনভিকটেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর শুক্রবার গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। তিনি আরও বলেন, আগে হাদি বহুবার ভারতীয় নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনো নিশ্চিত জানি না-কে বা কারা এটা ঘটিয়েছে। তবে যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে। পোস্টের শেষে হাদির সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘গেট ওয়েল সুন, হাদি। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম