Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জোবাইদা রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জোবাইদা রহমান

এভারকেয়ার হাসপাতালে শুক্রবার গুলিবিদ্ধ হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন ডা. জোবাইদা রহমান -যুগান্তর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। শুক্রবার রাত ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভারকেয়ারে হাদির পাশে থাকা তার সহকর্মীদের সঙ্গেও কথা বলেন ডা. জোবাইদা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম