Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ফতুল্লায় ভিপি রাজিব হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভিপি রাজিব ওরফে রেজাউল করিম রাজিব তালুকদার হত্যায় ১২ জনের নাম উল্লেখ করে ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহতের বাবা আসু মিয়া তালুকদার ওরফে হাসু মিয়া বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হল- পাগলা জাউল্লাপাড়ার মোকলেছ মিয়ার পাঁচ ছেলে মিঠুন, রাব্বি, ইয়াসিন, কাওসার ও মিলন। এছাড়া তাদের সহযোগী আল আমিন ওরফে কেবলা আলামিন, সানজিদা, চাঁদ সেলিম, ফয়সাল, সলেমান ওরফে কুট্টি, আবদুল জলিল, মানিক ওরফে কুত্তা মানিকসহ ১৫-২০ জন অজ্ঞাত। এদের মধ্যে পুলিশ চাঁদ সেলিম ও সলেমান ওরফে কুট্টিকে গ্রেফতার করেছে।

মামলায় উল্লেখ করা হয়- ভিপি রাজিব ইন্টারনেটের ব্যবসার পাশাপাশি কবুতর পুষতেন। সোমবার দুপুরে কবুতরের খাবার কিনতে পাগলা বাজারে যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে উল্লিখিত আসামিরা জাউল্লাপাড়া এলাকায় মারধর করে রাজিবকে হত্যা করে।

এলাকাবাসী জানান, খুন হওয়া রাজিব ও খুনের মামলার আসামিরা এক সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরুর সমর্থক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পাগলা জাউল্লাপাড়ার কাউছার নামে এক ব্যক্তিকে ২০১৬ সালে মারধর করে রাজি ও তার সহযোগীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম