Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভিডিও ভাইরাল

বংশালে রিকশাচালককে মারধরকারী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বংশালে রিকশাচালককে মারধরকারী গ্রেফতার

পুরান ঢাকার বংশালে একজন রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সামনে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রিকশাচালককে নির্যাতনকারী ওই ব্যক্তির নাম সুলতান আহমেদ। তিনি একজন ব্যবসায়ী। পুলিশ সন্ধ্যায় বংশাল চার রাস্তার মোড় ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নির্যাতনকারী ওই ব্যবসায়ীর রাজনৈতিক কোনো পরিচয় না থাকলেও বংশালে প্রভাবশালী হিসেবে পরিচিত। নির্যাতনকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা।

তিনি বলেন, একজন সংবাদকর্মী মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, দুপুর দেড়টায় রাজধানীর বংশালে একজন ব্যক্তি এক রিকশাচালককে সজোরে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে ওই রিকশাচালক অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারীকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে বংশাল থানার ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্তদ্ধকে গ্রেফতার করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম