Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ৭২০ বার দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ৭২০ বার দেখা যাবে বঙ্গবন্ধুর ছবি

নিউইয়র্কের টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে প্রদর্শন হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মধ্যরাতে ছবি প্রদর্শন শুরু হবে। ১৬ আগস্ট পর্যন্ত প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড করে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করা হবে ৭২০ বার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে মঙ্গলবার এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রদর্শনীর ছবিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক থাকবে। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। বাংলাদেশের ব্র্যান্ডিং হবে। এ জন্য ড্রিম প্রোডাকশনকে আমরা সাপোর্ট করছি। এটার জন্য সরকার টাকা দিচ্ছে না। বেসরকারি প্রতিষ্ঠাগুলো সহযোগিতা করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের দায়বদ্ধতা আছে। তার কথা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। প্রবাসীরা নিজ উদ্যোগে এসব আয়োজন করেছেন বলে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে চাঁদাবাজি না করারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আনোয়ার গ্রুপ ও ফাইন্যান্স গ্রুপ এ প্রদর্শনীর জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫ লাখ টাকা করে চেক হন্তান্তর করে।

নিউইয়র্ক টাইমস স্কয়ার প্রধান বিলবোর্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম