Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কবিতা-গান-নাটকে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিজয়ের মাত্র দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। মঙ্গলবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা, স্মৃতিচারণ, নাচ, গান, আবৃত্তি, নাটক ও প্রদীপ প্রজ্বালনসহ নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির এই সূর্যসন্তানদের।

শিল্পকলা একাডেমি : স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে সকাল ৮টায় শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শিল্পকলা একাডেমি। মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্মরণ, মফিজুর রহমান, জয়া দাস, মোমিন বিশ্বাস, মিমি আলাউদ্দিন, শিল্পী বিশ্বাস। স্বরচিত কবিতা পাঠ করেন আসাদ মান্নান, আসলাম সানি, হাসান হাফিজ, জাহিদুল হক, নাসির আহমেদ, আমিনুর রহমান সুলতান প্রমুখ। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ, আশরাফুল আলম, মাহিদুল ইসলাম মাহি, রূপা চক্রবর্তী, অনন্যা লাবণী পুতুল, মজুমদার বিপ্লব প্রমুখ। রায়ের বাজার বধ্যভূমির আয়োজনে সংগীত পরিবেশন করেন মনোরঞ্জন ঘোষাল, স্বরলিপি, মাইনুল আহসান, মিরাজুল জান্নাত সোনিয়া, আলভী, উপমা, অরুণ চৌধুরী, সুরাইয়া আক্তার সুবর্ণা প্রমুখ।

জাতীয় জাদুঘর : আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে জাতীয় জাদুঘর। অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক এবং সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার ড. বিজয়কৃষ্ণ বণিক। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল আহাদ।

মুক্তিযুদ্ধ জাদুঘর : আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বিজয় উৎসবের আট দিনের চলমান অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনের আয়োজন সাজানো হয় বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে। এদিনের অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও শহিদ অধ্যাপক রাশেদুল ইসলামের কন্যা রোকাইয়া হাসিনা নিলি।

উদীচী শিল্পীগোষ্ঠী : বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা, আবৃত্তি, গান ও পুঁথিপাঠের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ। বিকালে সংগঠনটির কার্যালয়ের এই আয়োজনে বক্তৃতা করেন উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং কেন্দ্রীয় সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য রহমান মুফিজ। সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান। এর আগে ভোরে রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট : কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন ও আলোচনার মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম