Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাছায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ

Icon

গাছা (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর গাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং প্রধান শিক্ষক অভিযুক্তের পক্ষে অবস্থান নেওয়ায় শিক্ষার্থীরা রোববার বিচারের দাবিতে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

শিক্ষার্থীরা জানান, ২৮ ফেব্রুয়ারি গাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়েদে মিল্লাত সপ্তম শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে স্কুলে ডেকে নেন। ওই ছাত্রী স্কুলে যাওয়ার পর তাকে স্কুলের একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। ঘটনার পর ওই ছাত্রীর পরিবার স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটির নির্ধারিত সভায় উত্থাপন হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত চলাকালীন প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ কমিটির কাউকে কিছু না জানিয়ে অভিযুক্ত শিক্ষককে পাঠদানের অনুমতি দেন এবং ছাত্রীর অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে তদন্ত কমিটির প্রধানকে ছাড়াই অপর দুই সদস্যের স্বাক্ষরে অভিযুক্তের পক্ষে তদন্ত প্রতিবেদন জমা নেন। এছাড়া সব শিক্ষক ও কিছু শিক্ষার্থীর কাছ থেকে অভিযুক্ত শিক্ষকের পক্ষে স্বাক্ষরও সংগ্রহ করেন। প্রধান শিক্ষকের এহেন পক্ষপাতমূলক আচরণে ওই ছাত্রীর বাবা বিচার চেয়ে গাছা থানা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। এদিকে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার সকালে ক্লাস বর্জন করে বিক্ষাভ প্রদর্শন করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। খবর পেয়ে জিএমপি গাছা জোনের এসি আহসানুল হক ও গাছা থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্কুলের প্রধান অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত লিখিত অভিযোগটি থানায় হস্তান্তর করেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনে আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম