যুবলীগ নেতার চাঁদাবাজি
চা দোকানদার ও স্ত্রী-সন্তানের ওপর হামলা
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর আদাবরে চাঁদা না দেওয়ায় অনুসারীদের দিয়ে চা দোকানদারের ওপর হামলা করিয়েছেন এক যুবলীগ নেতা। এ সময় চা দোকানদার, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। ওই যুবলীগ নেতার নাম আব্দুর রাজ্জাক। তিনি আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আদাবর ১৬ নম্বর কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার চা দোকানদার ওইদিন বিকালে আদাবর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন আগে আমার দোকানে এসে আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহাগসহ আরও চার-পাঁচজন আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা চান। দোকান চালাতে হলে এককালীন ২০ হাজারসহ প্রতি মাসে এক হাজার টাকা চাঁদা দিতে বলে হুমকি দিয়ে যান। এরপর শুক্রবার দুপুরের নামাজের আগে রাজ্জাকের অনুসারী সোহাগ, শাকিল, শাকিলের বোনজামাই, অটো জামাল ও তার বোনজামাইসহ প্রায় ৭০-৮০ জনের বাহিনী আমার এক রিকশাচালক ও আমার ওপর হামলা করে। এ সময় আমার স্ত্রী রাশিদা বেগম, ছেলে রাসেল, খালাশাশুড়ি বুলু বেগম ছুটে এলে তাদেরও মারধর করে গুরুতর আহত করা হয়। যারা হামলা করেছে তারা সবাই আদাবরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্য। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা চোখে পড়েনি। হামলার পর রাতে রাজ্জাক আমার দোকানে এসে হুমকি দিয়ে যান, চাঁদা না দিলে হাত-পা, মাথা আলাদা করে দেওয়া হবে। টাকা রেডি রাখিস।
এ ব্যাপারে আব্দুর রাজ্জাককে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তবে ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান জানান, মারামারির খবর আমরা পেয়েছি। বিষয়টি সমাধান করতে আমরা সন্ধ্যার পর দুপক্ষকে নিয়ে বসব। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান, এ ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।
