Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নর্থ সাউথের ইএমপিজি প্রোগ্রাম

ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত এই প্রোগ্রামের সামার সেশন-২০২৫-এর ভর্তি পরীক্ষা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘পরীক্ষায় আসিফ মাহমুদ নামের একজন পরীক্ষার্থী অংশ নেন। পরে আমরা নিশ্চিত হই, তিনি সরকারের একজন উপদেষ্টা।’ অধ্যাপক আমিনুল জানান, ভর্তি পরীক্ষার ফল এক থেকে দুদিনের মধ্যেই প্রকাশ হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরাই প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন।

ইএমপিজি একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। এটি মূলত নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রোগ্রামে পাবলিক পলিসি অ্যানালাইসিস, শাসন ব্যবস্থা, অর্থনীতি, গবেষণা পদ্ধতি, জনপ্রশাসন ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়। এর লক্ষ্য হলো ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গড়ে তোলা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম