Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ব্রেন স্ট্রোক থেকে সেরে ওঠার ওষুধ আবিষ্কার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রেন স্ট্রোক থেকে সেরে উঠতে অনেকে দীর্ঘদিন থেরাপি চালিয়ে যেতে পারেন না। ইউসিএলএ হেলথ গবেষণা চালিয়ে এমন এক ওষুধ খুঁজে পেয়েছে যেটি শারীরিক থেরাপির মতো কাজ করতে পারে। একটি ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এমন যুগান্তকারী ফলাফল পেয়েছেন তারা। সম্প্রতি গবেষণার ফলাফলটি ন্যাচার কমিউনিকেশন জার্নালে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞানীরা ইঁদুরের ওপর দুটি ওষুধের পরীক্ষা চালিয়েছেন। এর মধ্যে একটি ওষুধ স্ট্রোক করা ইঁদুরের নড়াচড়ার নিয়ন্ত্রণ অনেকটাই উন্নত করেছে। গবেষণার নেতৃত্বে থাকা ডা. কারমাইকেল বলেন, স্ট্রোকের রোগীদের জন্য এমন ওষুধ চাই যেটি পুনর্বাসনের মতো কাজ করবে। ইউসিএলএ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম