Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এনসিপি নেতাকে মারধর, ঢাবির ৪ শিক্ষার্থী গ্রেফতার

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১টায় সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ওই মারধরের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার সময় এনসিপির কয়েকজন নেতাকর্মী সেখানে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলের আলো চোখে পড়ায় তর্কাতর্কি শুরু হয়। পরে ১০/১৫ জনের একটি দল এনসিপি নেতা জাকি সুমনের ওপর হামলা চালায়। তার মুখে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গ্রেফতার চার শিক্ষার্থী হলেন-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরিফুল ইসলাম রনি, একই বিভাগের এসএম তামিম বীন ইউসুফ ওরফে অপূর্ব, শহিদ সার্জেন্ট জহুরুল হক হলের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. হাসিব আল হাসান ও নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাইমুর রহমান দুর্জয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম পরিচয় আমার জানা নেই। তবে বিশ্বস্ত সূত্রে জানলাম গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রলয় গ্যাংয়ের সদস্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম