Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাবাকে হত্যা করে ৯৯৯ এ ফোন তরুণীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকার সাভারে নির্যাতনের অভিযোগে বাবাকে হত্যার পর ৯৯৯ এ ফোন করে আত্মসমর্পণ করেছে তরুণী। নিহত আব্দুস সাত্তারের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। খুনের অভিযোগে ওই তরুণীকে (২৩) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ৯৯৯ থেকে পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঁঠালবাগান থেকে এক তরুণী ফোন করে জানান তিনি তার বাবাকে খুন করেছেন, আত্মসমর্পণ করতে চান। খুনের কারণ হিসেবে তিনি বলেন, তার বাবা তাকে চার বছর ধরে নির্যাতন করে আসছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম