Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলার শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলনী সভায় নবাবগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও মানবিক সেবায় এগিয়ে নিতে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। নবাবগঞ্জের সার্বিক উন্নয়নে অংশগ্রহণের জন্য সকল গ্র্যাজুয়েটের প্রতি আশাবাদ ব্যক্ত করা হয়। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাবেক জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, প্রাক্তন সিনিয়র সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান, প্রফেসর ডা. খন্দকার আবুল বাশার, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ইছহাক মিয়া, অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, খন্দকার আবু হাসান সবুজ, মো. নজরুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম