Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১১৮০

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে আরও ১ হাজার ১৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪৮ এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৩২ জন। বুধবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত এ সময় একটি দা, একটি রামদা, একটি চাকু, একটি ছোরা ও একটি কাটিং প্লাস উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। বুধবার রাতে শহরের কালীরবাজার চারারগোপ এলাকায় এই অভিযান চালানো হয়। আটকরা হলেন-বন্দরের বাড়ইপাড়া এলাকার নূর আলম ও তল্লা এলাকার পাপ্পু। এ সময় জব্দ করা হয় রামদা, বড় ছোরা, চাইনিজ কুড়াল, ছুরিসহ বিভিন্ন ধরনের ২৭টি ধারালো অস্ত্র, তিন পুরিয়া হেরোইন, ৬৭ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ১৬ হাজার ৫৫১ টাকা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাদ্দাম মল্লিক জানান, অভিযানে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম