Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন সংবাদ

নাঙ্গলকোটে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা

Icon

মো. মহিবুল ইসলাম

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লার নাঙ্গলকোটে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে যুগান্তর স্বজন সমাবেশ নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ঝিকুটিয়া ইছহাক মজুমদার আদর্শ গার্লস স্কুলের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশ নাঙ্গলকোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিম উল্যাহ হানিফের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহজাবীন বিনতে আরিয়ান। আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন যজ্ঞশাল বায়তুল আমান দাখিল মাদ্রাসার সুপার এইচএম আজিজুল হক, শিক্ষক মফিজুর রহমান, নাছিমা আক্তার, হুমায়ুন কবির, আবদুর রহিম মজুমদার, মো. আলাউদ্দিন, শেখ ফরিদ, শাহাদাত হোসেন, সৈয়দ নজীর আহমদ, এমামুল হক ও নুরুল আলম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার মিশু। বক্তারা বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে মেয়েরা অল্প বয়সে বিবাহের কারণে শারীরিক ও মানসিক ঝুঁকির মুখে পড়ে। পরিবার, সমাজ ও বিদ্যালয় মিলেই এ অনাচার বন্ধ করা সম্ভব। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শতাধিক শিক্ষার্থী। সভায় সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সহ-সভাপতি ও ঝিকুটিয়া ইছহাক মজুমদার আদর্শ গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম