ঐতিহ্যের সন্ধানে কটিয়াদীর স্বজনরা
ফজলুল হক জোয়ারদার আলমগীর
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালন সাঁইয়ের ১৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা ও স্মরণোৎসব, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, পাবনা মানসিক হাসপাতাল, কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন সংগ্রহশালা, তাড়াশ জমিদার বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, গ্রিন সিটি, লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন কটিয়াদীর স্বজনরা। হাসি, গল্প আর বন্ধুত্বের উচ্ছ্বাসে ভরপুর স্বজনদের পক্ষ থেকে এ ভ্রমণে অংশগ্রহণ করেন কটিয়াদী স্বজনের প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও স্বজন উপদেষ্টা ডা. মো. ঈসা খাঁন, স্বজন উপদেষ্টা ও কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল হায়দার টিটু, স্বজন উপদেষ্টা ও কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, স্বজন উপদেষ্টা ও আরটিভির হাওড়াঞ্চল প্রতিনিধি মো. ফরিদ রায়হান, স্বজনের কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, স্বজনের কটিয়াদী উপজেলা শাখা ও বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম পাঠান, স্বজন ও কটিয়াদী নজরুল একাডেমির সহসভাপতি সাজেদুল ইসলাম সেলিম, স্বজনের সহ-সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কটিয়াদী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, স্বজন ও নিকলী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও স্বজনের সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক মো. মিজানুর রহমান। ভ্রমণে অংশগ্রহণকারী স্বজনদের বন্ধুত্ব ও আনন্দ স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে ভ্রমণ শেষে এমন প্রত্যাশা নিয়েই বাড়ি ফেরেন কটিয়াদীর স্বজনরা।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
