স্থানীয় সমস্যা নিয়ে পূবাইলে মতবিনিময়
রফিকুল ইসলাম
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর পূবাইল থানার নবাগত ওসি মোল্লা মো. খালিদ হোসেনের সঙ্গে মতবিনিময় করেছে স্বজন সমাবেশের পূবাইল শাখা। সম্প্রতি থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক পরিস্থিতি, মাদক নির্মূল, যুব সমাজের ইতিবাচক সম্পৃক্ততা এবং এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ‘পূবাইল একটি দ্রুত উন্নয়নশীল ও সম্ভাবনাময় এলাকা। এখানে নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও জনসাধারণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘পূবাইলের ছাদকৃষির সম্ভাবনা অনেক। স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সচেতনতা প্রদান করে ছাদকৃষি সম্প্রসারণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। এতে যেমন পরিবারের অর্থনৈতিক সাশ্রয় হবে, তেমনি সবুজায়নও বাড়বে।’ সভায় বক্তারা পূবাইলের সামাজিক সমস্যা নিরসন ও স্থানীয় তরুণদের মাদকমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগের ওপর মতবিনিময় করেন। স্বজন সভাপতি শাহেদ সরকার রাকিব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘পূবাইল সুন্দরভাবে গড়তে স্বজন পরিবার সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।’
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা মামুন মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক সোনালী খবরের পূবাইল প্রতিনিধি আল-আমিন সরকার, দৈনিক মানবকণ্ঠের পূবাইল প্রতিনিধি রফিক প্রমুখ। হ সাধারণ সম্পাদক, পূবাইল (গাজীপুর) শাখা
