Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন সংবাদ

গৌরীপুরে নিরাপদ সড়ক দিবস পালিত

Icon

মো. রইছ উদ্দিন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের গৌরীপুরে ২২ অক্টোবর বুধবার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, লাইসেন্সবিহীন চালক নিষিদ্ধকরণ, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, অপ্রাপ্ত বয়স্ক-মাতাল-নেশাখোর চালকদের নিষিদ্ধকরণ, ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধকরণ, সড়ক আইন মেনে চলুন, ঝুঁকিপূর্ণ ও অধিকবাঁকা সড়ককে নিরাপদ সড়কে উন্নিতকরণসহ বিভিন্ন ফেস্টুন নিয়ে স্বজনরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি মো. জাকির হোসেন। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন সমন্বিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. রাজেন্দ্র দেবনাথ, গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গৌরীপুর শাখার যুগ্ম সম্পাদক ফজলে এলাহী বিপুল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, গিধাউষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, ছিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল রবিদাস, সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ, নিজাম আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন দাস, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি শংকর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, সতিশা ও যুব কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ প্রমুখ। হ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম